রহমত নিউজ ডেস্ক 19 April, 2023 05:14 PM
তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইসতিসকা আদায় করেছেন মুসল্লিরা।
আজ (১৯ এপ্রিল) বুধবার সকাল ৯টায় নগরীর তেরখাদিয়া রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা ইমাম সমিতি এ নামাজের আয়োজন করে। নামাজে ইমামতি করেন তেরখাদিয়া জামে মসজিদের প্রেস ইমাম আফজাল হোসেন।
স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, গতকাল বাদ জোহর রাজশাহী সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সব মসজিদগুলোতে একযোগে ঘোষণা দেওয়া হয়। সেই অনুযায়ী সকালে মাঠে মুসল্লিরা জড় হন। আমরা এক সঙ্গে আল্লাহ সুবহানাহু তাওয়ার কাছে বৃষ্টি চাইলাম। এই তীব্র তাপদাহ ও গরম থেকে রক্ষার জন্য দোয়া করেছি।
মুসল্লি আব্দুর রহমান বলেন, রমজানের শুরুতে বৃষ্টিপাত হয়েছিল। তারপরে দীর্ঘ সময়ে বৃষ্টিপাত হয়নি। প্রচণ্ড তাপদাহ বইছে। বাতাস আগুনের মতো গরম। বৃষ্টির অভাবে মানুষ কষ্ট পাচ্ছে। গাছপালার পাতা শুকিয়ে গেছে। এমন অবস্থায় পানির ভীষণ প্রয়োজন।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী